ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে টাইগাররা। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলাররা শুরুতে ধাক্কা খেলেও শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের ১৫০ রানের নিচে আটকে রাখেন।
তবে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়ায় নেমেও ব্যর্থ হন টাইগার ব্যাটাররা। পুরো ইনিংসে কেউই বড় জুটি গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১৪ রানে হেরে যায় বাংলাদেশ এবং টানা দ্বিতীয় হারে সিরিজও হারায়।
অধিনায়কের আত্মসমালোচনা
ম্যাচ শেষে লিটন দাস বলেন,
“বোলাররা গত কয়েক সিরিজ ধরেই ভালো করছে। আমি তাদের কাছে দুঃখিত, কারণ তারা তাদের কাজটা করার পরও আমরা জিততে পারছি না।”
তিনি আরও যোগ করেন,
“১৫০ রান চট্টগ্রামের জন্য বড় লক্ষ্য নয়। সমস্যা হচ্ছে, আমরা সেট হয়েও আউট হয়ে যাচ্ছি। আমারও উচিত ছিল অন্তত ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা। আমি ব্যাট করে গেলে ম্যাচ শেষ করে আসতে পারতাম।”
লিটন স্বীকার করেন, ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভালো বল করেছে এবং বাংলাদেশের ফিল্ডিংও প্রত্যাশামতো হয়নি।
ব্যাটিং ব্যর্থতায় হারের ধারা
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। লিটনসহ তানজিদ, জাকের ও শামীম কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে সিরিজে টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই টাইগারদের সিরিজ হার নিশ্চিত হয়।