নির্ধারিত সময়ের আগেই আগারগাঁও–কারওয়ান বাজার রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পূর্বনির্ধারিত সময় রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলাচল করেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেল এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকায় যেখানে সম্প্রতি বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছু কম্পন শনাক্ত করা হয়। নিরাপত্তার স্বার্থে ওই রুটে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। তখন তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়েছিল। পরদিন সকাল থেকে পুরো পথে চলাচল স্বাভাবিক করা হলেও ফার্মগেট এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি সীমিত রাখা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top