ইরানে মোতায়েন এইচকিউ-৯বি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জে ১০ সি কি শুধু অ‍্যমেরিকার বি-২ যুদ্ধ বিমান ধ্বংসের জন‍্যে?

ইরানে মোতায়েন এইচকিউ-৯বি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জে ১০ সি কি শুধু অ‍্যমেরিকার বি-২ যুদ্ধ বিমান ধ্বংসের জন‍্যে?
ইজরাইল প্রায় ২০০ যুদ্ধ বিমান দিয়ে ইরানে আক্রমণ করে যার মধ‍্যে মার্কিন সব ধরনের স্টীলথ যুদ্ধ বিমান ছিল। ইরানের দাবী
তারা মোট ১৭ টি যুদ্ধ বিমান ধ্বংস করে। এর মধ‍্যে মার্কিন এফ-৩৫ ও আছে।

কিন্তু এ হামলায় ইরানের পারমাণবিক প্রকল্পের বিশেষ কোন ক্ষতি হয়নি। কিন্তু ক্ষেপাটে মেজাজের ট্রাম্প বসে ছিল না। তাঁর নজরে সব ছিল। তিনি ৩৪ ঘন্টা উড়িয়ে এনে মার্কিন বিশেষ স্টীলথ বি-২ ব‍্যবহার করে খুব তড়িগড়ি করে যুদ্ধের ইতি টানে।

যুদ্ধের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শী জেং পি বলেছিল যুদ্ধে ইরান হারবে না। ইরান হারেনি।
গোয়েন্দাদের দাবী বিশেষ কোন ক্ষতি ইরানের পারমানবিক প্রকল্পের হয়নি।

ইজরাইলের ছিল আয়রন ডোম এবং থাড, তাকে পুরোপুরি
পরাস্ত করে ইরানী ক্ষেপণাস্ত্র ইজরাইলকে তছনছ করে ফেলে।

কিন্তু ইরানের যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষায় দূর্বলতা ধরা পরে।

বসে নেই সেই চীন- ইরানে চলে গেল দ্রুত অত‍্যাধুনিক এইচকিউ-৯বি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যা দিয়েই
যেকোন স্টীলথ যুদ্ধ বিমান ধ্বংস করা যায়। চায়না ছাড়া পৃথিবীর কোন দেশেই নেই এই ক্ষেপনাস্ত্র। সাথে ভারতের রাফায়েল বিধ্বংসী জে১০ সি ৪.৫ মানে স্টীলথ তেহেরানের মাটি ছুঁয়েছে ৪০ টি। যার আরো ৬০ টি যাবে যাবে ভাব।
তাহলে শীর কথাই সত‍্য-ইরান কোন যুদ্ধে হারে না এবং হারবেও না।

চীনারা বলে আমরা যে সমরাস্ত্র বানাই তা শুধু অ‍্যমেরিকাকে মোকাবেলা করার জন‍্যে। শী চী পিং এর সামরিক গোয়েন্দারা মার্কিন বি-২ ভাল করে পর্যবেক্ষণ করেছে। তাই তারা পাঠিয়েছে
এইচকিউ-৯বি। যা মার্কিন বি- ২ বিমানটি ধ্বংসের জন্যে যথেষ্ট।

গোয়েন্দা সুত্রের দাবী ইরানে পাঠানো জে১০ সি স্টীলথ প্রযুক্তি সম্পন্ন এবং অ‍্যাডভান্সড। যা পাকিস্তানের জে১০সির চেয়েও আধুনিক। সম্প্রতি পাক- ভারত যুদ্ধে জে১০ সি ফরাসী গর্ব রাফায়েল সফল ভাবে ধ্বংস করে।
ইরান- ইজরাইল যুদ্ধ বিরতি সাময়িক। আবার যুদ্ধ শুরু হতে পারে যেকোন সময়ে। ইজরায়েলের পরাজয় মার্কিনীরা কখনো মেনে নিতে চাইবে না। ব‍্যবহার করবে আবার বি-২ বোমারু বিমান।

কিন্তু ইরান তো বসে নেই। তাহলে কি ইরানে মোতায়েন এইচকিউ-৯বি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জে ১০ সি ই কি শুধু অ‍্যমেরিকার বি-২ যুদ্ধ বিমান ধ্বংসের জন‍্যে?
সময় বলে দেবে।

রিখিয়া অরণী
স্বপ্নচূড়া সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top