ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের স্বর্ণালী অধ্যায় রেখে গেছেন এডেন হ্যাজার্ড। চেলসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার প্রিমিয়ার লিগের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন বেলজিয়ান এই তারকা মিডফিল্ডার।
চেলসিতে হ্যাজার্ডের স্বর্ণযুগ
২০১২ সালে ফরাসি ক্লাব লিল থেকে চেলসিতে যোগ দেন হ্যাজার্ড। দ্রুতই দলের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। সাত মৌসুমে চেলসির হয়ে ৩৫২ ম্যাচে করেন ১১০ গোল ও ৮৮ অ্যাসিস্ট।
এই সময় চেলসি জেতে—
দুটি প্রিমিয়ার লিগ
একটি এফএ কাপ
একটি লিগ কাপ
দুটি ইউরোপা লিগের শিরোপা
দলে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে হ্যাজার্ড চেলসির সাফল্যে রাখেন অনন্য ভূমিকা।
রিয়াল মাদ্রিদ অধ্যায়: প্রত্যাশা পূরণ হয়নি
২০১৯ সালে ফর্মের তুঙ্গে থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন হ্যাজার্ড। তবে ইনজুরি ও ফিটনেস সমস্যায় চার মৌসুমে খেলেন মাত্র ৭৬ ম্যাচ, করেন ৭ গোল ও ১২ অ্যাসিস্ট। যদিও রিয়ালের হয়ে তিনি জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো শিরোপা, তবে অবদান ছিল সীমিত।
মাত্র ৩২ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান হ্যাজার্ড। তবুও প্রিমিয়ার লিগে তার ছাপ অমলিন — যার স্বীকৃতিই এবার হল অব ফেম-এ অন্তর্ভুক্তি।
গ্যারি নেভিলও জায়গা পেলেন
এই বছর হ্যাজার্ডের সঙ্গে প্রিমিয়ার লিগের হল অব ফেমে স্থান পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গ্যারি নেভিল।