আবারও ব্যাটিং ব্যর্থতা, সিরিজ হারলো বাংলাদেশ

আবারও সেই পুরোনো গল্প—ব্যাটিং ব্যর্থতা, আর তারই পরিণতি হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার (২৯ অক্টোবর) টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ম্যাচের সারসংক্ষেপ

ইনিংসের শুরুতেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ভালো শুরু করেছিল টাইগাররা। কিন্তু আলিক আথানেজ ও শাই হোপের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। দুইজন মিলে গড়ে তোলেন ১০৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। হোপ করেন ৩৬ বলে ৫৫ রান, আথানেজ ৩৩ বলে ৫২। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান নেন ৩টি, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

দেড়শ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ধীরগতির। সাইফ হাসান ১১ বলে মাত্র ৫ রান করে আউট হন। অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রানের ইনিংস খেললেও বড় কিছু করতে পারেননি। তানজিদ হাসান তামিম লড়াই চালালেও ৪৮ বলে ৬১ রানের ইনিংস দলকে জয়ের পথে নিতে যথেষ্ট হয়নি।

শেষদিকে জাকের আলী, তাওহীদ হৃদয়, শামীম হোসেন বা রিশাদ কেউই ইনিংস টানতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৫ রানেই থেমে যায় বাংলাদেশের সংগ্রহ।

উইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন নিয়েছেন ৩টি করে উইকেট, আর জেসন হোল্ডার শিকার করেছেন ২টি।

সাম্প্রতিক পারফরম্যান্স

ক’দিন আগেই আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তার আগে টানা চারটি সিরিজ জিতেছিল তারা—নেদারল্যান্ডস, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ঘরের মাঠে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কেবল মর্যাদা রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top